top of page
Writer's picturePrasenjit Konar

নারী শক্তি


-মহম্মদ মহসীন

ইউটিউবে একটা ভিডিও দেখলাম। ট্রেনে এক দম্পতি চলেছেন। সামান্য মতান্তরে স্বামী চড় মারলেন স্ত্রীকে। প্রকাশ্যে। কোনোপ্রকার ইতস্তত না করে। যেন এ অত্যন্ত এক স্বাভাবিক ঘটনা। বুঝতে এতটুকু কষ্ট হয় না এই প্রহার তার অভ্যাসবশত। সহযাত্রীরাও নির্বিকার। তারাও এটিকে স্বাভাবিক হিসাবেই নিয়েছেন। কোনো প্রতিবাদ নেই। নীরবে মার খাচ্ছেন এক নারী। এই নির্যাতন সমাজের গালে সপাটে এক চড়। অমানবিকতার ভিতে গড়া এই সমাজে বোধহয় এটি বিশেষ অকাম্য নয়। ধর্ম তাদের এই জীবন বিধান দিয়েছে। এতে তারা লজ্জা পায় না, গর্ব অনুভব করে।১ তাই আমরা নিয়োজিত হয়েছি এই সমাজের ধর্ম ভিতকে উৎপাটিত করে যুক্তি নির্ভর বাস্তব ভিত গড়ে নতুন সমাজ রচনার কাজে। স্ত্রীকে প্রহার। ধর্ম অনুমোদিত জীবন বিধান। নির্লজ্জ সগর্ব প্রকাশ্য ব্যবহার।

কোরাণে এই প্রহার বিষয়ে যা মত দিয়েছে তা নিয়ে কেউ জানতে চাইলে নিম্নের লিংকে যেতে পারেন।২ এখন ঘটনা হচ্ছে পুরুষ ধর্ম ধর্মগ্রন্থ রচনার মাধ্যমে নারীর উপর প্রভুত্ব খাটানোর প্রচেষ্টা করেই চললেও, ব্যতিক্রমী কিছু নারী আছেন, তারা পুরুষের এই নিয়ম মানেন না। প্রকাশ্যে প্রতিবাদ করেন। নিচের লিংকে দেখবেন স্ত্রী তার স্বামীর দ্বিতীয় বিবাহের প্রতিবাদে বাসেই স্বামীকে প্রহার করছে।৩

দুটি ছেলেমেয়ে বন্ধুরূপে মিশছে। কিন্তু সীমারেখা অতিক্রম, যেখানে বলপ্রয়োগের ঘটনাও দেখা যায়। কিছু ক্ষেত্রে নারী আত্মসম্মানী, প্রতিবাদী। আমার বাড়ির কাছে রেল স্টেশনে বিকালে হাঁটতে যাই। একদিনের ঘটনা। দুটি ছেলে মেয়ে। কাছেই এক পলিটেকনিক কলেজ আছে। সেখানে কিছু খোঁজখবর নিতে এসেছিল। সেই সুত্রে দুজনের আলাপ পরিচয়। যাবেও একই ট্রেনে। প্লাটফর্মে বসেছিল। প্লাটফর্মে আলো খুবই অল্প। সন্ধ্যা হয়ে এসেছে। প্লাটফর্ম ফাঁকাই ছিল। হঠাৎ দেখি মেয়েটি ছেলেটিকে মারছে। দ্রুত গেলাম তাদের কাছে কয়েকজন। জানা গেল, পরিচয়ের সুবাদে ছেলেটি কিছু খারাপ আচরণ করেছে। মেয়েটি তা হজম করে নেয় নি। তার পারিবারিক শিক্ষা, এসব ক্ষেত্রে কখনই আপোশ নয়, এভাবেই জবাব দিতে হয়। মেয়েটির স্বাভিমানকে সকলেই স্যালুট জানালো। একেই বলে নারীশক্তির জাগৃতি। অনেক পরিবারেই এই শিক্ষা দেওয়া হয়।

অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলার শিক্ষা যে পরিবার দেয়, সমাজ গঠনে সেই পরিবার জমি প্রস্তুতির কাজটি করে দেয়।

অন্যায়কে মেনে নেওয়ার শিক্ষা কখনই সুশিক্ষা হতে পারে না। দেশ গঠনে নারি শক্তির ক্ষমতা যে কী অপরিসীম তা আজ দিল্লী সীমান্তে কৃষিবিরোধী পঞ্জাবের মেয়েরা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সমাজে যুক্তিবাদের প্রতিষ্ঠায়, প্রসারে নারীর অংশগ্রহণ অনেক বেশি অর্থবহ। আংটি মাদুলির সগর্ব প্রকাশে অশিক্ষা কুশিক্ষায় ছেয়ে যাওয়া সমাজে বস্তুবাদী চিন্তনের বড় প্রয়োজন।

পুরুষতন্ত্র কায়েম করার জন্য দরকার হয় ধর্মের। নারীকে পুরুষের অঙ্গুলিহেলনে চালাতে সকল ধর্মের নানান নিয়ম কানুন। পাখী যেমন খাঁচায় থাকতে থাকতে উড়তে ভুলে যায়, সমাজে পোষমানা নারীও তাই ভুলে গেছে তার মাঝের শক্তিকে। সে দেখেই নি নারী শক্তি। তাই কোনো নারী যখন এই জেগে উঠে এই পুরুতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখন পুরুষতন্ত্রের ধারক- পুরুষের সাথে বহু বহু নারীও সোচ্চার হয় তার কণ্ঠ থামিয়ে দিতে। পুরুষতন্ত্র বিরোধী পুরুষদেরও ব্যাঙ্গ বিদ্রূপের শিকার হতে হয়।

ইসলামে স্বামী স্ত্রীকে তালাক দিলে তাদের পুনরায় ঘর সংসার করতে হলে স্ত্রীকে অন্য এক পুরুষকে বিয়ে করে ঘর করতে হয়, নতুন স্বামী তালাক দেয়, তারপর সে নিজ স্বামীর কাছে যেতে পারে। এই বিয়েকে বলা হয় হিল্লা বিবাহ।৪

নীচের লিংকে নারী বিষয়ক ৩. 0 এর মধ্যে ৩.১ নারী অবমাননা হিল্লা বিবাহ অংশ দেখতে পারেন।৫

মুর্শিদাবাদের আসমা বিবি এক খেটে খাওয়া নারী। তার স্বামী তিন তালাক দিলে, মোল্লারা তাকে হিল্লা বা মুতা বিবাহের ফতোয়া দিলে সে সরাসরি প্রত্যাখ্যান করে বলে, আমার কি মান সম্মান নেই? পর পুরুষের সাথে আমি থাকবো না। কোরাণ হাদিসের এসব আইন আমি মানি না। মোল্লাদের সাথে মুসলিম মেয়েরাও তার বিরুদ্ধে যায়। প্রত্যাশিত ছিল অন্তত 'শিক্ষিত' মেয়েরা তাকে সমর্থন করে তার পাশে দাঁড়াবে। আসমা জানতো না তসলিমাকে বিতাড়িত করেছে বাঙলাদেশের মোল্লারা, বাঙলাদেশের সরকার, তসলিমাকে রাতের আঁধারে কলকাতা থেকে দিল্লীর ঘাড়ে ফেলে দিয়েছিল সি পি এম সরকার। প্রত্যাশা করেছিলাম মোল্লাদের থেকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেবে বামফ্রণ্ট সরকার।

পুরুষতন্ত্র কিভাবে তার শিকড় বিস্তার করেছে রাজনীতির সাম্রাজ্যে। রাজনীতি সেই আন্দোলনে সমর্থন দেবে না, যদি হও একলা। তাই আসমাকে সহ্য করতে হয় সমাজের নির্যাতন। তবু ভাঙে না। একেই বলে নারী শক্তি।


লিংকগুলি-

১) https://youtu.be/Jh6Q5LeAoTA

২) https://www.google.co.in/amp/s/www.shongshoy.com/archives/13370

৩) https://youtu.be/rJNCCoRLLpU

৪) https://www.google.co.in/amp/s/www.shongshoy.com/references/islam

৫) https://www.google.co.in/amp/s/www.shongshoy.com/references/islam (হিল্লা বিবাহ)


Recent Posts

See All

Comments


bottom of page