top of page
Writer's picturePrasenjit Konar

বেদ বলছে

সাহেব ইসলাম


বেদ বলছে - একম অদীত্বীয়ম - তিনি এক ও একক,

কুরআন বলছে - কুল হু আল্লাহু আহাদ - বলো আল্লাহ এক


বেদ (অগ্নিমন্ত্র) - না কাসিয়াকা যা নাতা কাদ্বি পাহা - তিনি কাউকে জন্ম দেননি ,আর তাঁকে কেউ জন্ম দেয়নি


কুরআন - লা মিয়ালিদ অলা মিউলাদ - তিনি কাউকে জন্ম দেননি ,আর তাঁকে কেউ জন্ম দেয়নি


বেদ(অগ্নিমন্ত্র) - না সমাদারে তিস্তাথি রূপম আশিয়া ,না চকসোশালা শিয়াতি কাসকানিয়াম - তাকে চোখে দেখা যায় নি ,তার সৃষ্টির ক‍্যারিশমা অনুভব করা যায় ,তিনি শ্রষ্ঠা সৃষ্ট নয়।


কুরআন ( আল মায়েদা ) - আল্লাহ বিশ্বচরাচরে যা কিছু আছে সবাই তার সৃষ্টি ,তা দেখে অনুধাবন করো , সবার শ্রষ্ঠা তিনি , তিনি কারোর সৃষ্ট নন।


তাহলে ধর্ম নিয়ে এত মারামারি কেন? উপাসক তো এক।

0 comments

Comments


bottom of page