প্রকাশিত হল 'চেতনার অন্বেষণে'র সেপ্টেম্বর সংখ্যা।
- yuktibadira1
- Sep 30, 2022
- 1 min read
॥ডাউনলোড করুন॥
প্রিয় পাঠক,
ম্যাগাজিনের বেশকিছু নিয়মিত ত্রুটি সংশোধন, পরিবর্ধন ও পরিবর্তন করার উৎসাহ আপনাদের প্রেরণা ছাড়া কখনোই সম্ভব ছিল না। ম্যাগাজিন কেমন লাগছে অবশ্যই জানাবেন।
আজ 'ব্লাসফেমি ডে' দিনটিকে মুক্তমনারা পালন করেন তাদের কণ্ঠরোধের প্রতিবাদ হিসেবে। প্রতিবারের মত, আবারও বলি যে, লিখুন। লেখালেখির মত ভালো সুন্দর বিশুদ্ধ চর্চা পৃথিবীতে কমই আছে।
সুন্দরকে প্রস্ফুটিত হতে ধৈর্য যেমন লাগে ঠিকই কিন্তু তারপরের ভালোলাগাও সীমাহীন। সোশ্যাল সাইটে না হয় একটু কমই থাকলাম, ততক্ষণ ৪-৫ লাইন লিখলেও সেটি বিশুদ্ধ আপনার সৃষ্টি! প্রতিদিন বই পড়ুন, ম্যাগাজিন পড়ুন। সর্বপরি মানুষের পাশে থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর, ২০২২
সংযোজন: যে লেখাটি পড়তে চান সূচিপত্রে সেই টাইটেলে টাচ করলে সোজা লেখাটিতে যেতে পারবেন। (এটি গুগল ড্রাইভে পিডিএফ পড়লে কাজ করবে না)। মুন+ রিডারের মতো অ্যাপে পিডিএফ পড়লে ভালো এক্সপেরিয়েন্স পাবেন।
পত্রিকার নিয়মিত গ্রাহক হওয়ার লিংক- (বিনিময় মূ্ল্য নাই)
যোগাযোগ- yuktibadira@gmail.com



Comments