top of page
Writer's picturePrasenjit Konar

নারী নির্যাতনের সূত্রপাত

রাজা দেবরায়



ছোটবেলা থেকেই লিঙ্গভেদের শিক্ষা দেওয়া হয় বাড়িতে এবং সমাজে!


মেয়ে হলেই চুড়ি, নূপুর পরানোর আপ্রাণ প্রচেষ্টা দেখা যায় সমাজে। তাছাড়া লিঙ্গভেদে পোশাক পরানো, মেয়েদের ঘরে আটকে রাখা, ছেলেদের বাইরে যাবার ছুট দেওয়া, ছেলেদের ক্রিকেট, ফুটবল ইত্যাদি আউটডোর গেম খেলতে দেওয়া কিন্তু মেয়েদের ইণ্ডোর গেমের মধ্যে সীমাবদ্ধ রাখা কিংবা খুব বেশি হলে বাড়ির উঠোনে খেলতে দেওয়া ইত্যাদি আমাদের সমাজে দেখা যায়। যার ফলস্বরূপ ছোটবেলা থেকেই ছেলে এবং মেয়ে আলাদা, ছেলেরা শক্তিশালী বেশি, ছেলেদের বুদ্ধি বেশি ইত্যাদি কথা সবার মনে গেঁথে যায়। সবথেকে বড় কথা মেয়েদের থেকে ছেলেদের অধিকার বেশি সেই মানসিকতা চলে আসে, যার ফলে অনেক বাড়িতেই ছেলেদের জন্য বড় খাবারের টুকরো, ভালো খাবার, দামী পোশাক ইত্যাদি দেখতে পাওয়া যায়।


পুরুষতান্ত্রিকতার নাগপাশে জড়িয়েই নারী নির্যাতনের সূচনা হয়! ছোটবেলা থেকেই ছেলে ও মেয়ে আলাদা বোঝানোর সমাজের যে আপ্রাণ প্রচেষ্টা সেটাই নারী নির্যাতনের সূত্রপাত বলে মনে হয়।।

0 comments

Comments


bottom of page